বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জলাধারে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১৯:৩০

নেত্রকোণা নদীতে ডুবে দুইজন এবং শেরপুর ও সাতক্ষীরায় পুকুরে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

নদীতে ও পুকুরে গোসলে নেমে তিন জেলায় চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোণায় মারা গেছে দুই ভাইবোন।

জেলার বারহাট্টায় বিষনাই নদীতে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ৬ বছরের হাসান মিয়া ও ৭ বছরের চাঁদমনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসান ও চাঁদ ফুপাতো-মামাতো ভাইবোন। হাসানের বাড়ি দক্ষিণ ডেমুড়া গ্রামে। চাঁদমনির বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামে। মায়ের সঙ্গে মামাবাড়ি বারহাট্টায় বেড়াতে এসেছিল সে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, হাসান ও চাঁদমনি মঙ্গলবার সকালে নদীতে গোসল করতে যায়। অনেকক্ষণ পরও ফিরে না আসায় স্বজনরা খোঁজ করতে শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে শেরপু‌রের না‌লিতাবাড়ী‌র কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে পুকুরে ডুবে মারা গেছে ১২ বছরের আঁখি আক্তার।

এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম‌্যান নিয়ামুল কাউসার।

তিনি জানান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় বাড়ি আঁখির। বাবা-মায়ের সঙ্গে নালিতাবাড়ীর মধ্যমকুড়ায় নানাবাড়িতে বেড়াতে যায় সে। দুপুরে নানাবাড়ির পাশের পুকুরে গোসলে নেমে সে তলিয়ে যায়। পরে মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে

সাতক্ষীরার শ্যামনগরে মঙ্গলবার সকালে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ৩ বছরের সাকিব হাসান।

উত্তর আটুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ।

এ বিভাগের আরো খবর