বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজিকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১৯:১৬

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ২৫ ডিসেম্বর চায়না তার চাচা সাদ্দামের বাসায় বেড়াতে যায়। সাদ্দাম রাতে চায়নাকে বাড়ির বাইরে নিয়ে গলা টিপে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করতে মরদেহ কাঁধে করে চরে নিয়ে ছোরা দিয়ে গলা কাটেন। পরদিন বেড়া খারুয়ার চরে চায়নার মরদেহ পাওয়া যায়।

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন প্রতিবন্ধী ভাতিজিকে হত্যার দায়ে চাচা সাদ্দাম হোসেন ও তার সহযোগী আকবর আলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

তিনি জানান, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, বেলকুচি থানার ছোট বেড়া খারুয়া এলাকার ৩৩ বছর বয়সী সাদ্দাম হোসেনের পরিবারের সঙ্গে চাচাতো ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সাদ্দাম তার চাচাত ভাইদের ফাঁসাতে আপন বড় ভাই জহুরুল প্রামানিকের বাকপ্রতিবন্ধী ১১ বছর বয়সী মেয়ে চায়না খাতুনকে হত্যার পরিকল্পনা করেন। স্থানীয় মেম্বর ৪৪ বছর বয়সী আকবর আলীর সঙ্গে এ নিয়ে তিনি পরামর্শ করেন।

২০১৭ সালের ২৫ ডিসেম্বর চায়না তার চাচা সাদ্দামের বাসায় বেড়াতে যায়। সাদ্দাম রাতে চায়নাকে বাড়ির বাইরে নিয়ে গলা টিপে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করতে মরদেহ কাঁধে করে চরে নিয়ে ছোরা দিয়ে গলা কাটেন। পরদিন বেড়া খারুয়ার চরে চায়নার মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় চায়নার বাবা জহুরুল প্রামানিক প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।

বেলকুচি থানা পুলিশের তদন্তে বেরিয়ে আসে জমি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে স্থানীয় মেম্বার আকবর আলীর প্ররোচনায় সাদ্দাম হোসেন ভাতিজি চায়না খাতুনকে হত্যা করেন।

পুলিশ জানায়, সাদ্দাম ও আকবর ম্যাজিস্ট্রেটের কাছে চায়নাকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। ১১ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দোষ প্রমাণিত হওয়ায় আসামি সাদ্দাম ও আকবরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ।

এ বিভাগের আরো খবর