পটিয়ার ভাইয়ের দিঘি এলাকায় বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন মামুন ও ইমন। সে সময় চট্টগ্রাম শহরমুখী একটি লরি তাদের চাপা দেয়।
চট্টগ্রামের পটিয়ায় লরিচাপায় বাইসাইকেলে থাকা দুইজন নিহত হয়েছেন।
পটিয়ার বাইয়ার দিঘী এলাকায় মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২৪ বছর বয়সী মো. মামুন এবং ১৩ বছর বয়সী মো ইমন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, ‘পটিয়ার ভাইয়ের দিঘি এলাকায় বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন মামুন ও ইমন। সে সময় চট্টগ্রাম শহরমুখী একটি লরি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
লরির চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।