বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয়ে প্রতারণায় ধরা

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১৮:০৮

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘এই পরিচয় দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চাকরির প্রলোভন, বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান, পুলিশে লোক নিয়োগ, পুলিশ ক্লিয়ারেন্স, বদলি, এলাকার মামলা নিষ্পত্তি সংক্রান্ত তদবিরের কথা বলে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও (অ্যাডিশনাল পার্সোনাল অফিসার) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।গ্রেপ্তারকৃতের নাম রাসেল মিয়া। সোমবার রংপুর কোতোয়ালি এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয়ধারী ১৬টি ভিজিটিং কার্ড ও একটি সিল জব্দ করা হয়।

ডিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘মো. রাজ বিন রাসেল তালুকদার নাম দিয়ে এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর ছবি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ফেসবুকে ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করেন।

‘এই পরিচয় দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চাকরির প্রলোভন, বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান, পুলিশে লোক নিয়োগ, পুলিশ ক্লিয়ারেন্স, বদলি, এলাকার মামলা নিষ্পত্তিসংক্রান্ত তদবিরের কথা বলে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছেন।’তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগে সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা হয়। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।’

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘গ্রেপ্তারকৃত রাসেল রংপুর পীরগঞ্জের বাসিন্দা। সে মো. রাজ বিন রাসেল তালুকদার নাম দিয়ে ফেসবুকে আইডি খোলে। রাসেল কৌশলে মন্ত্রী, এমপি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে আপলোড করে। ধানমন্ডি আওয়ামী লীগ অফিস নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকার সুযোগে রাসেল ধানমন্ডি পার্টি অফিসে আসত। ফলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।’ডিবির প্রধান বলেন, ‘পার্টি অফিসে ছবি তুলে তিনি ছবি তার নিজ ফেসবুক আইডিতে শেয়ার করে। তার আপলোড করা ছবি ব্যবহার করে নিজ এলাকাসহ রংপুরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সমাজে নিজেকে পরিচিত করেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয় দিয়ে ভুয়া ভিজিটিং কার্ড বানিয়ে তা সকলের মাঝে বিতরণ করতেন।’

ভিআইপিদের সঙ্গে ছবি থাকলেই কারও সঙ্গে সম্পর্ক করা বা লেনদেন করা যাবে না বলে সতর্ক করেছেন ডিবির প্রধান।

এ বিভাগের আরো খবর