বন্যা ও দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের সহযোগিতায় এক দিনের বেতনের অর্থ অনুদান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
গণভবনে মঙ্গলবার প্রধানমন্ত্রীর হাতে নৌবাহিনীর সব সদস্যের এক দিনের বেতন এবং বাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদানের চেক সরকারপ্রধানের হাতে তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরি দল মোতায়েন করা হয়। পাশাপাশি দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় নৌবাহিনী সক্রিয়ভাবে অংশ নিয়েছে।