বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিরোজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১০:২৬

লিখিত অভিযোগে বলা হয়, ‘২০১৪ সালে এ উপজেলা কমিটি গঠন হয় এবং ২০১৬ সালে সভাপতি এম এ মালেক বেপারী মারা গেলে ওই কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান তার একক নেতৃত্বে, এককভাবে প্রভাব খাটিয়ে দল পরিচালনা করে আসছেন। গত ৮ বছরেও এ পর্যন্ত কোনো সভা আহ্বান করা হয়নি। এমনকি কমিটিতে নেই কোনো ভারপ্রাপ্ত সভাপতিও।’

অর্থের বিনিময়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠনসহ বিভিন্ন অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

উপজেলায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোমবার বিকেলে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস।

অভিযোগে বলা হয়, ‘২০১৪ সালে এ উপজেলা কমিটি গঠন করা হয় এবং ২০১৬ সালে সভাপতি এম এ মালেক বেপারী মারা গেলে ওই কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান তার একক নেতৃত্বে, এককভাবে প্রভাব খাটিয়ে দল পরিচালনা করে আসছেন।

‘তাই গত ৮ বছরেও কোনো সভা আহ্বান করা হয়নি। এমনকি কমিটিতে নেই কোনো ভারপ্রাপ্ত সভাপতিও। এভাবেই চলছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম।’

সংবাদ সম্মেলনে বক্তারা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান একসময় জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এরশাদের আমলে তার নেতৃত্বে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের ওপর পুলিশ ও জাতীয় পার্টির পেটুয়া বাহিনীর দ্বারা নির্যাতন করা হয়েছিল। বর্তমানে তিনি সেই জাতীয় পার্টি থেকে আশা কয়েকজনকে নিয়েই উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম তার বাসায় বসে পরিচালনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, কৃষি ও সমবায় সম্পাদক মো. আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক কৃষ্ণকান্ত মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক সুখরঞ্জন বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের র্শীর্ষস্থানীয় নেতারাসহ আরও অনেকে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান নিউজবাংলাকে বলেন, ‘সব অভিযোগ মিথ্যা। যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে, তারা সবাই দল থেকে বহিষ্কৃত। ইউপি নির্বাচনে দলের নৌকা মার্কায় কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর