বরিশালের বাকেরগঞ্জে বেড়িবাঁধের পাশ থেকে সায়েম সরদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
সোমবার দুপুরে তার মরদেহ উপজেলার নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর বেড়িবাঁধের পাশ থেকে উদ্ধার করা হয়।
৩০ বছর বয়সী সায়েম সরদারের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার দেশান্তরকাঠী গ্রামে।
পুলিশ জানায়, যুবকের মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘মরদেহের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে ওই স্থানে যুবককে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে।’
এই পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় থানায় হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।