হবিগঞ্জের মাধবপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৯ জন।
নিহতরা হলেন নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের মুরাদ মিয়া, একই গ্রামের দিলারা বেগম ও হেলেনা আক্তার। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় সিলেটমুখী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী আল মোবারাকা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।
ওসি আরও জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একে একে মারা যান আরও তিনজন।