ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার শাহজীবাজার এলাকায় সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নিউজবাংলাকে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় সিলেটমুখী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী আল মোবারাকা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন আরও ১২ জন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আশঙ্কাজনক তিনজনসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও বিস্তারিত জানা যাবে।