মাদারীপুরের কালকিনিতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্রের নামে মামলা হয়েছে।
কালকিনি থানায় সোমবার সকালে মামলা করেন ওই নারীর পরিবার।
আসামি করা হয় উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের তরুণ লিমন আকনকে। স্থানীয় একটি কলেজ থেকে তিনি এ বছর এইচএসসি পাস করেছেন। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
এজাহারে বলা হয়, রোববার দুপুরে বাড়িতে কেউ না থাকায় লিমন আকন তরুণীকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লিমন দরজা খুলে পালিয়ে যায়।
ওসি জানান, পরে তরুণীকে কালকিনি হাসপাতালে চিকিৎসা করানো হয়। রাতেই লিমন আকনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তরুণীর মা। সকালে এটি মামলা হিসেবে নেয়া হয়।
তরুণীর মা বলেন, ‘আসামি আগেও আমার মেয়েকে শারীরিক নির্যাতনের চেষ্টা করেছে। তার বাবা-মাকে অনেকবার বলেও কোনো লাভ হয়নি। এখন আমার মেয়েকে জোর করে সে নির্যাতন করেছে।
‘এ ঘটনার বিচার চাই। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তার বাবা-মাও বাড়িতে নেই। মৃত্যুর আগে তার বিচার দেখে যেতে চাই।’