বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহাসড়কে গ্যাস লাইন লিকেজে আগুন

  •    
  • ১৮ জুলাই, ২০২২ ০০:১৪

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকেও আগুন ধরে যায়। কিছুক্ষণ পরই ট্রাকের আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকের কোনো ক্ষতি হয়নি এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার রাত ১০টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ৭ দিনে এই জায়গাতেই তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের পাশের হরিণহাটি এলাকায়ও বেশ কয়েকটি স্থানে অনবরত গ্যাস বের হচ্ছে। গত শনিবার সকালে সেখানে ফাঁকা রাস্তায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির ডিজিএম প্রকৌশলী মো. শাহজাদা ফরাজী বলেন, ‘লিকেজের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুতই মেরামত করা হবে ঝুঁকিপূর্ণ লাইনগুলো।’

এ বিভাগের আরো খবর