বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন ২ সেপ্টেম্বর। রোববার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বিপিজেএ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম চক্রবর্ত্তী। কমিটির সহ-সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী সাজিদুল হক (ভার্চুয়াল), নির্বাহী সদস্য আশিস সৈকত (ভার্চুয়াল), সুমন মাহবুব ও শেখ মামুনুর রশীদ (ভার্চুয়াল) সভায় অংশ নেন।
সভায় সর্বসম্মতিক্রমে সাতজনকে এসোসিয়েশনের সদস্য পদ দেয়া হয়। তারা হলেন- শামীম সিদ্দিকী (আলোকিত বাংলাদেশ), আজমল হক হেলাল (সারাবাংলা), আহমেদ সেলিম রেজা (বাংলাদেশ প্রতিদিন), জেসমিন মলি (বণিক বার্তা), রিয়াদুল করিম (প্রথম আলো), আহমেদ ফয়েজ (নিউএজ) ও আসাদুর রহমান (আমাদের সময়)।
সভায় ২ সেপ্টেম্বর সকাল ১০টায় এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালককে (গণসংযোগ) প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই এজিএম ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য সংগঠনের দপ্তর সম্পাদক কাজী সাজিদুল হককে আহ্বায়ক ও এসোসিয়েশনের সদস্য এমরান হোসাইন শেখকে সদস্য মনোনয়ন দেয়া হয়েছে। সভাপতির সঙ্গে পরামর্শ করে এই কমিটি আরও এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।
সবশেষে সভা মুলতবি করে ২৪ জুলাই দুপুর ১২টায় এসোসিয়েশনের কার্যালয়ে মুলতবি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।