দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান রাজনৈতিক সংলাপ বর্জন করেছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। বিএনপির কারণেই এ সংলাপ বর্জন করেছে দলটি।
মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইসির আয়োজন করা প্রথম দিনের সংলাপে রোববার চারটি রাজনৈতিক দলের মধ্যে তিনটি সাড়া দিয়েছে। তবে ২০ দলীয় জোটভুক্ত দল মুসলিম লীগ এতে সাড়া দেয়নি।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ২০ দলীয় জোটের অংশ। বিএনপি এই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তাই আমরাও সংলাপে যাইনি। আমরা মনে করি এই ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
রোববার শুরু হওয়া এই রাজনৈতিক সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে এ সংলাপে আহ্বান জানানো হয়েছে। ৩৬টি দল সংলাপের জন্য এক ঘণ্টা করে সময় পেলেও ৩টি দলের জন্য ২ ঘণ্টা করে সময় নির্ধারণ করেছে (ইসি)।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির জন্য বাড়তি এক ঘণ্টা করে সময় বরাদ্দ করেছে ইসি। প্রতিটি দলের ১০ জন করে প্রতিনিধি সংলাপে উপস্থিত থাকতে পারবেন।
গত ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেন তারা৷ এরই ধারাবাহিকতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়। ৩৯টি দলের মধ্যে ২৮টি ইসির এই আহ্বানে সাড়া দেয়৷
বিএনপিসহ তাদের সমমনা ১১টি দল এ আলোচনা প্রত্যাখ্যান করে৷
প্রথম দিনের সংলাপে অংশ নেয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ কংগ্রেস।