বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোরবানির গরু ডাকাতি, গ্রেপ্তার ৫

  •    
  • ১৭ জুলাই, ২০২২ ১১:৪৫

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, গত ৮ জুলাই ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভাণ্ডাব এসএনএস সিএনজি পাম্পের উত্তর পাশে একটি পিকআপ ভ্যান পথরোধ করে দুটি ষাঁড় গরু ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই ভালুকা মডেল থানায় মামলা করা হয়।

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ভ্যানে কোরবানির দুটি গরু ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদী ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবর্দী গ্রামের মুন্সীপাড়া এলাকার ২৪ বছরের হৃদয় খান মানিক ও ২৬ বছরের মো. জসিম।

এ ছাড়া শেরপুর সদরের ২ নম্বর ওয়ার্ডের হেরুয়া টালিয়াপাড়া এলাকার ২০ বছরের সাজেদুল ইসলাম সৈকত, গাজীপুর জেলার বাসন থানার ১৩ নম্বর ওর্য়াডের ইটাহাটা বাজনিপাড়া এলাকার ১৯ বছরের সাব্বির হোসেন ও টাঙ্গাইলের গোপালপুর থানার বাগুহাটা গ্রামের হরকাবাড়ী এলাকার ১৯ বছরের মো. নাঈমকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ জুলাই ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি পাম্পের উত্তর পাশে একটি পিকআপ ভ্যান পথরোধ করে দুটি ষাঁড় গরু ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই ভালুকা মডেল থানায় মামলা করা হয়।

পুলিশ সুপারের নির্দেশে ডাকাতির ঘটনা তদন্ত করতে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে হৃদয় খান মানিক, তার ভাই জসিম ও সাজেদুল ইসলাম সৈকত নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ডাকাতদের যাতায়াত ও গরু বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

ওসি সফিকুল বলেন, চলমান অভিযানে ওই দিন রাতেই গাজীপুর মহানগর বাসন থানার ইটাহাটা এলাকা থেকে সাব্বির হোসেন ও নাঈমকেও গ্রেপ্তার করা হয়।’

মামলার এজাহারে বলা হয়, ঈদের আগে পিকআপ ভ্যান দিয়ে গরু ডাকাতির সব প্রস্তুতি নিয়ে গাজীপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাসে আসে তারা।

গত ৮ জুলাই ভোর ৫টার দিকে দিঘারাকান্দা বাইপাস হয়ে ঢাকার দিকে দুটি গরু বহন করে যাওয়া একটি পিকআপ ভ্যান অনুসরণ করে ডাকাতদল ভালুকা উপজেলার ভাণ্ডাব এসএনএস পাম্পের কাছে নির্জন জায়গায় পৌঁছালে গরু বহন করার পিকআপভ্যাটির সামনে গিয়ে পথরোধ করে দাঁড়িয়ে পড়ে।

এ সময় তারা গরুর মালিকের থেকে তিনটি মোবাইল, নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং কোরবানি উপলক্ষে দুই লাখ ৬৭ হাজার টাকায় কেনা দুটি ষাঁড় গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

এ বিভাগের আরো খবর