যশোরে পর্নোগ্রাফির মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শম্পা বসু শনিবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুরে ওই যুবককে চাউলিয়া থেকে গ্রেপ্তার করেন র্যাব-৬ সদস্যরা।
দণ্ডপ্রাপ্ত ২২ বছরের শরিফুল ইসলামের বাড়ি সদর উপজেলার চাউলিয়া গ্রামে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
ওই ছাত্রীর বাবার করা মামলার এজাহারে বলা হয়, ১ জুলাই তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য যায়। এ সময় প্রতিবেশীর ছাদ থেকে একটি মেমোরি কার্ড তার মেয়ের দিকে ছুড়ে দেন শরিফুল।
এ সময় শরিফুল বলেন, ‘মেমোরি কার্ডে তোর নগ্ন ভিডিও এবং ছবি আছে। দেখে মেমোরি কার্ড ফেরত দিবি এবং আমার সঙ্গে দেখা করবি।’
এরপর তার মেয়ে ভয় পেয়ে দেখা করে না করলে শরিফুল কল করে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেন। এ ছাড়া শরিফুল তার বাড়ির মোবাইল নম্বরে নিয়মিত অশ্লীল ম্যাসেজ দিতে থাকেন এবং তার মেয়ের সঙ্গে দেখা করতে চান।
সামাজিকভাবে তাদের ক্ষতি করারও হুমকি দেন। সর্বশেষ গত ৭ জুলাই শরিফুল ফের ম্যাসেজের মাধ্যমে হুমকি দিলে তিনি র্যাব-৬ যশোর ক্যাম্পে অভিযোগ করেন। পরে র্যাব সদস্যরা শরিফুলকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।