তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বর্ষাকালের মাঝামাঝিতেও নেই বৃষ্টির দেখা। এ অবস্থায় প্রকৃতিতে শান্তির পরশ এনে দিতে সৃষ্টিকর্তার কৃপা প্রার্থনা করলেন উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর একদল মুসল্লি। বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন তারা।
ব্যতিক্রম এই প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে নওগাঁর সাপাহার উপজেলায়। শনিবার দুপুরে উপজেলার গোয়ালা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। এতে অংশ নেন শতাধিক মুসল্লি।
মোনাজাত পরিচালনা করেন কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদরাসার সহকারী অধ্যক্ষ শায়ক হাফেজ সানাউল্লাহ আল মাদানী।
এ সময় সানাউল্লাহ আল মাদানী বলেন, ‘বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে চারদিক থইথই করে। এ বছর ঠিক তার উল্টো। আষাঢ় মাস শেষ হলেও এ বর্ষায় বৃষ্টির তেমন দেখা নেই। তাই মহান রাব্বুল আলামিনের দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।’