বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ কোটি টাকার ফরম বেচল চবি, আসনপ্রতি লড়বে ২৯

  •    
  • ১৬ জুলাই, ২০২২ ১৭:১৯

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ন্ত্রক মো. আমিরুল ইসলাম বাদশা নিউজবাংলাকে বলেন, ‘১২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার ভর্তি ফরম বিক্রি হয়েছে। প্রসেসিং ফি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের আয় থাকবে ১০ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ১২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার ভর্তি ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিট মিলে চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৩ হাজার ৭২৫টি ফর্ম বিক্রি হয়েছে। এই হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ২৯ জন।

গতকাল শুক্রবার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের ফি জমা দেয়ার শেষ দিন।

২০২১-২২ শিক্ষাবর্ষের প্রতি ইউনিটে ভর্তি ফরমের দাম ২০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদনকারীরা বিকাশ কিংবা রকেটের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করেছেন। সে হিসাবে আবেদন ফি বাবদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেয়েছে ১২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার।

চবির আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোট আবেদন করেছিলেন ১ লাখ ৫৮ হাজার ৪৯০ জন। টাকা জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন। ফি জমা না দেয়ায় বাকি ১৪ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ন্ত্রক মো. আমিরুল ইসলাম বাদশা নিউজবাংলাকে বলেন, ‘প্রতিজন ৮৫০ টাকা করে হলে ১২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার ভর্তি ফরম বিক্রি হয়েছে। প্রতি আবেদনে ৮৫০ টাকা থেকে ১০০ টাকা প্রসেসিং ফি হিসেবে বাদ যাবে। প্রসেসিং ফি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের আয় থাকবে ১০ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা।’

কোন ইউনিটে কত

আইসিটি সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ ইউনিটে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৫ জন, বি ইউনিটে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী, সি ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন, ডি ইউনিটে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৯১ জন।

বি১ উপ-ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৫৭৯ জন, ডি১ ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৮১১ জন।

সে হিসেবে এ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বে ৪৫ জন, বি ইউনিটে লড়বে ২৯ জন, সি ইউনিটে লড়বে ২৫ জন, ডি ইউনিটে ৩৪ জন, বি১ ইউনিটে ১৩ জন এবং ডি১ ইউনিটে ৬০ জন।

এ ছাড়া মোট আবেদন অনুসারে প্রতি আসনের জন্য লড়বে ২৯ জন।

আসন সংখ্যা ও পরীক্ষার তারিখ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬ টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪ টি, ‘বি’ ইউনিটে এক হাজার ২২১ টি, ‘সি’ ইউনিটে ৪৪২ টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭ টি। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১৬ ও ১৭ আগস্ট, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, ‘বি ১’ উপ ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিট এবং ‘ডি ১’ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের পরীক্ষার ১৫ দিন আগে থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি প্রক্রিয়া ও স্থান

প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া জিপিএ এর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০।

ভিন্ন ভিন্ন শিফটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর