টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় চার যাত্রী নিহতের পর ফের বাসচাপায় মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে দেয়া হয়েছে।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী ৩৫ বছরের পারভীন বেগম, তার ছেলে ১০ বছরের সুমন ও মেয়ে ৮ বছরের সাদিয়া।
ওসি জানান, নিহতরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাদিয়া নিহত হয়।
আহত অবস্থায় মা ও ছেলেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ পরিদর্শক নবীন বলেন, ‘পারভীন ও সুমনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। সাদিয়ার মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে।’
ওসি শেখ আবু সালেহ বলেন, ‘দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যাতে অবরোধ করেন। তাদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে দেয়া হয়েছে। খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে ভোরে উপজেলার ধুল্যা মুনসুর এলাকায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত হন চারজন। আহত হন বাসের আরও পাঁচজন যাত্রী। এ সময় মহাসড়কে এক লেনে যান চলাচল বন্ধ হলেও কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।