কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত বাসচাপায় এক মোটরবাইকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।
দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।
৩৮ বছরের মনির হোসেন পেশায় একজন বাঁশি বাদক ছিলেন। মনিরের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামে। তিনি কুমিল্লা শহরের শাসনগাছায় ভাড়া থাকতেন।
গুরুতর আহত ১৮ বছরের বোরহান উদ্দিনের বাড়ি দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জে।
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনিরের সহকর্মী রাসেল দেওয়ান বলেন, ‘আমরা মঙ্গলবার রাতে লাকসামে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করি। সেখানে মনির ভাই বাঁশি বাজায়। তার সঙ্গে প্যাড বাজায় বোরহান। ভোরে লাকসামের অনুষ্ঠান শেষে আমরা বেশ কয়েকজন বাসে রওনা দেই।
‘মনির ভাই ও বোরহান বাইকে রওনা করে। তারা কুমিল্লায় বাইক রেখে আমাদের সঙ্গে ভৈরবে আরেকটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় মনির ভাই ঘটনাস্থলে মারা যান। বোরহানকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’
ওসি কাইয়ুম উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরে হওয়ায় দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।