রাজধানীর শাহবাগ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে বাসের ধাক্কায় যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম বিশ্বাস। তার বয়স ২৪ বছর।
শনিবার ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই ) শাহাবুদ্দিন।
তিনি বলেন ‘ভোর ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সামনের রাস্তায় একটি বাস পেছন থেকে তার রিকশাকে ধাক্কা দিলে ওই যুবক ছিটকে পড়ে রাস্তার ওপর। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।’
এসআই শাহাবুদ্দিন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ইব্রাহিমের কাছে থাকা আইডি কার্ড থেকে জানা যায়, তার বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তিনি উপজেলার বিশ্বাসবাড়ী গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে।’