নেত্রকোণার দুর্গাপুরে বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে সোমেশ্বরী নদীতে নিখোঁজ হয়েছেন উজ্জ্বল হোসেন নামে এক যুবক।
কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পূর্বধলা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ উজ্জ্বল হোসেনের বাড়ি রামবাড়ি গ্রামে। তিনি নৌকায় ছিলেন।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের দিকে যাচ্ছিল। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে এর সংঘর্ষ হয়।
এ সময় নৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়। অন্য কয়েকটি নৌকার মাঝি ও স্থানীয়রা সবাইকে উদ্ধার করলেও পাওয়া যায়নি উজ্জলকে।
তাকে উদ্ধারে জামালপুরের ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।