গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘বাস র্যাপিড ট্রানজিট’ (বিআরটি)-এর গার্ডার পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার বিকেল পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী নিহত জিয়াউর রহমান ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বিআরটি প্রকল্পের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকির হাসান জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় বিআরটির একটি প্রকল্পের নির্মাণকাজ চলছে। সেখান থেকে ট্রেইলার গাড়িতে করে ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় লঞ্চিং গার্ডারটি ট্রেইলার থেকে পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়াউর রহমানের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরেক শ্রমিক ও এক পথচারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিআরটির প্রকল্প পরিচালক ইলিয়াস শাহ বলেন, ‘ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ট্রেইলার গাড়িতে ওঠানো হয়েছিল। সেটি স্লিপ করে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। নিহত শ্রমিক সিকিউরিটি গার্ড ও আহত শ্রমিক ফোরম্যান হিসেবে কাজ করতেন।’