বাড়ির সঙ্গে ধান ভাঙানো মিল। মিলের মেঝে মাটির হওয়ায় ইঁদুরের উৎপাত দীর্ঘদিন ধরে। রাতে ইঁদুর মারতে বিষ দেয়া হয় গর্তের মুখে। সকালে গর্তে হাত দিয়ে ইঁদুর মরেছে কি না দেখতে গিয়ে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ আছিয়া খাতুন।
শুক্রবার সকাল ৮টায় মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আছিয়াকে সাপে ছোবল দেয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই আছিয়ার মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক।
৬০ বছর বয়সী আছিয়া খাতুন ফুলবাড়ি গ্রামের হবিবর শেখের স্ত্রী।
আছিয়ার স্বামী হবিবর শেখ জানান, নিজেদের ধান মাড়ানো মিলে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় ইঁদুর মারা বিষ দেয়া হয়েছিল। বিষ খেয়ে মুরগির মৃত্যু হতে পারে ভেবে ওই বিষ ইঁদুরের গর্তের ভেতরে দেন তার স্ত্রী। সকালে একটি গর্ত থেকে তার হাতে ছোবল দেয় সাপ।
হবিবর আরও জানান, প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে তিনি আছিয়াকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক কৃষ্ণ দাস বিশ্বাস জানান, মুমূর্ষু অবস্থায় আছিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।