চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলার চৌধুরীহাট শিকদার পাড়া আলী খান চৌকিদারের বাড়িতে শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা।
শিশুরা হলো, এলাকার মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান ও মো. রাসেলের মেয়ে সুবর্ণা। ৭ বছর বযসী দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘শিশুদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ইসরাত জাহানের চাচা মোহাম্মদ আলম নিউজবাংলাকে বলেন, ‘বাড়ির আঙ্গিনায় পুকুর। জুম্মার দিন হওয়ায় গোসল করে আমরা মসজিদে চলে যাই।
‘এ সময় প্রতিবেশি আরও শিশুদের সঙ্গে ওই দুজন পুকুরে গোসল করতে নামে। পুকুরটির গভীরতা বেশি হওয়ায় তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আমরা জাল দিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’