বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহাসড়ক-সেতুতে বাইক লেনের দাবি

  •    
  • ১৫ জুলাই, ২০২২ ১৪:৫৮

‘বাইক নিষিদ্ধ তো দূরের কথা, এখন যত দ্রুত সম্ভব বাইকের জন্য পৃথক লেন বাস্তবায়নের পাশাপাশি সড়কপথকে দুর্ঘটনামুক্ত রাখতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ এবং এই নির্দেশনা না মানলে কঠোর শাস্তি ঘোষণা করতে হবে।’

পদ্মা সেতুসহ সব মহাসড়ক ও সেতুতে বাইকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বাইকের জন্য আলাদা লেন করার দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাইকার সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি।

বক্তারা বলেন, উন্নত দেশগুলোর মতো দেশের সকল সড়ক-সেতুতে বাইক লেন এখন সময়ের দাবি। এই দাবি বাস্তবায়ন হলে সড়কপথে দুর্ঘটনা যেমন কমবে, তেমন বাংলাদেশে সড়কপথ হবে বিশ্বে আদর্শ সড়ক ব্যবস্থা। আর এই কাজটি করার জন্য বেশি ব্যয়ও করতে হবে না।

গত কয়েক বছর ধরে দেশে বাইকের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। দেশে উৎপাদনের কারণে দুই চাকার দ্রুতগামী যানটির দামও তুলনামূলকভাবে কমে আসছে।

এতে তুলনামূলক দ্রুত যাতায়াত করা গেলেও সড়কে মৃত্যু বেড়ে যাওয়ার কারণে উৎকণ্ঠাও তৈরি হয়েছে। বছরে যত মানুষ সড়কে মারা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি এখন বাইকার, কিছুদিন আগেও যা ছিল পথচারী। এক দশক আগে দুর্ঘটনায় মৃত্যুর সিংহভাগ ছিল বাসযাত্রী।

বাইক দুর্ঘটনায় সড়কে মৃত্যু ক্রমেই বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এবার ঈদযাত্রায় বাইক নিষিদ্ধ করা হয়, যদিও পরে পাসের ব্যবস্থা করা হয়। এই সিদ্ধান্তটি বাড়ি ফেরা মানুষদের জন্য দুর্ভোগ তৈরি করলেও এবার ঘরমুখো যাত্রায় মৃত্যু ছিল তুলনামূলক কম।

গত ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর দিনভর নানা বিশৃঙ্খলার কারণে এই সেতু দিয়ে বাইক পারাপার নিষিদ্ধ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, সেতুতে ক্লোজ সার্কিট ক্যামেরা ও স্পিড গান বসানোর পর বাইকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল-এর ধারায় টিকিয়ে রাখতে দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। সিসিটিভি, স্পিডগান স্থাপনের মতো বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে।

‘বাইক নিষিদ্ধ তো দূরের কথা, এখন যত দ্রুত সম্ভব বাইকের জন্য পৃথক লেন বাস্তবায়নের পাশাপাশি সড়কপথকে দুর্ঘটনামুক্ত রাখতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ এবং এই নির্দেশনা না মানলে কঠোর শাস্তি ঘোষণা করতে হবে।’

আগামী এক সপ্তাহের মধ্যে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে সেভ দ্য রোডের তোলা দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়া না হলে আরও কর্মসূচি দেয়া হবে বলেও জানান বক্তারা।

সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, শওকত হোসেন, জিয়াউর রহমান জিয়া ও আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকও বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর