চুয়াডাঙ্গা জীবননগরে বাড়ি ফেরার পথে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় আরেক ছিনতাইকারীদের কবলে পড়ে আরেক বাইকার আহত হয়েছেন।
মোটরসাইকেলের চাবি দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জীবননগর উপজেলার বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন জীবননগর বাসস্ট্যান্ডের ফার্মেসি ব্যবসায়ী আরিফুল ইসলাম ও মিঠু মিয়া।
শুক্রবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
আহত আরিফুল ইসলাম বলেন, ‘রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। এ সময় বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা আমার পথ রোধ করে।
‘তারা ধারালো অস্ত্র দিয়ে আমার হাতে কোপ দিয়ে জখম করে। পরে আমার ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমার কাছে থাকা বেশকিছু টাকাও নিয়ে গেছে তারা।’
ওসি আব্দুল খালেক জানান, জীবননগর বাসস্ট্যান্ডে আরিফুল ইসলাম ও মিঠু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান আছে। রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা আরিফুলের হাতে কোপ দিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। মিঠু চাবি না দেয়ায় তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ‘ঘটনাটি ছিনতাইয়ের না পূর্বশত্রুতার জেরে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।’