নীলফামারীর জলঢাকায় হামলার ছবি তুলতে গিয়ে রাশেদুজ্জামান সুমন নামে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলের এ হামলায় তার মাথা ফেটে যায়। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকণ্ঠের জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
রাশেদুজ্জামান সুমন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ডিমলা সড়কে জাতীয় পার্টির কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে অতর্কিত উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর ওপর হামলা চালান পরাজিত প্রার্থী দুলাল হোসেন। এ সময় আমি ছবি তুলতে গেলে আমার ওপরও হামলা চালান দুলাল। এতে আমার মাথা ফেটে যায়।’
স্থানীয়রা আমাদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং সেখান থেকে পরে রংপুরে স্থানান্তরিত করা হয় আমাদের।
ঘটনাস্থলে থাকা জলঢাকা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স বলেন, সম্প্রতি জলঢাকা উপজেলা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। জলঢাকা কমিটিতে সাধারণ সম্পাদক পদে পরাজিত হন দুলাল হোসেন।
এ বিষয়ে বক্তব্য জানতে দুলাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ জানায়নি। বিষয়টি আমরা দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। এ বিষয়ে দলীয়ভাবে দেখা হবে।’