মানিকগঞ্জের সিংগাইরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংগাইরের জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নেই।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এজাহারের বরাতে জানান, কিশোরীটি বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৪ জুন বিকেলে তাকে প্রথমবার ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন তার বাবা। বুধবার বিকেলে আবারও ধর্ষণে সময় মেয়েটির মা অর্থ্যাৎ ওই ব্যক্তির স্ত্রী তা দেখে ফেলেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তিনি পালিয়ে যান।
এসআই জানান, বুধবার রাতেই ওই কিশোরীর মা থানায় মামলা করেন। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় আসামিকে।