সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটি এলাকায় দেখা দিয়েছে এই ভাঙন। এর ফলে উপকূলের বিস্তীর্ণ জনপদ লোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে খোলপেটুয়া নদীতে প্রবল জোয়ারে ১০০ ফুটের মতো বেড়িবাঁধ নদীতে চলে যায়। বাঁধের এই অংশে দেড় থেকে দুই ফুট অবশিষ্ট রয়েছে। তাৎক্ষণিক মেরামত করা না গেলে পরবর্তী জোয়ারে বাঁধের এই অংশ পুরোপুরি ধসে গিয়ে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়বে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম বলেন, ‘রাতের জোয়ারের আগেই মাটি ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা করছি। তবে আগামীকাল (শুক্রবার) দিনের বেলা বাঁধ মেরামতের সুযোগ পাওয়া যাবে। গ্রামবাসীকে বাঁধ সংস্কারের জন্য ডেকেছি। কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে। চেষ্টা অব্যাহত রেখেছি। পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ-প্রকৌশলী জাকির হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় বেড়িবাঁধ সংস্কারের কার্যক্রম চলছে। এই কাজে পানি উন্নয়ন বোর্ড সহযোগিতা করছে। প্রাথমিকভাবে বেড়িবাঁধ সংস্কার করার পর ঠিকাদারের মাধ্যমে বাঁধের পুরো অংশে মেরামত কাজ করা হবে।