সুমায়েল ও জাকিয়ার স্বজনদের বরাতে তিনি জানান, দুপুরে বাড়ির কাছে পুকুরে তারা দুজন গোসল করতে নেমে ডুবে যায়। তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে।
সিলেটের ওসমানীনগরে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।
উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ৫ বছরের সুমায়েল আহমদ ও ৪ বছরের জাকিয়া সুলতানা। তারা প্রতিবেশী।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সুমায়েল ও জাকিয়ার স্বজনদের বরাতে তিনি জানান, দুপুরে বাড়ির কাছে পুকুরে তারা দুজন গোসল করতে নেমে ডুবে যায়। তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওসমানীনগর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।