বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাছের সঙ্গে বাইকের ধাক্কা, চালক নিহত

  •    
  • ১৪ জুলাই, ২০২২ ১২:০৩

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম জানান, শাওন মোটরসাইকেলে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। পোনা এসএস পেট্রল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক শাওন মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৩৫ বছরের শাওন হালদারের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাওন মোটরসাইকেলে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। পোনা এসএস পেট্রল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক শাওন মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর