মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
সড়কের আকুবপুর নামক স্থানে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কুমারীডাঙা পুলিশ ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৩৮ বছরের তরিকুল ইসলাম গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মুন্দা গ্রামের বাসিন্দা ছিলেন। একটি তামাক কোম্পানিতে চাকরি করতেন তিনি।
বামন্দী সিভিল ফায়ার ডিফেন্স স্টেশন মাস্টার ইসহাক আলী নিউজবাংলাকে বলেন, ‘সকালে মোটরসাইকেলে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুর আঞ্চলিক সড়কের আকুবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তরিকুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
‘এ ঘটনায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’
এস আই জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।