ওসি জানান, মোটরসাইকেলে করে তিন বন্ধু মাধবপুর থেকে ছাতিয়াইয়ের দিকে যাচ্ছিলেন। তারা রতনপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান বাইকটিকে চাপা দেয়।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মহাসড়কের রতনপুর ওভারব্রিজ এলাকায় বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মো. আরিফ ও মো. লিটন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে করে তিন বন্ধু মাধবপুর থেকে ছাতিয়াইয়ের দিকে যাচ্ছিলেন। তারা রতনপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান বাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরিফ ও লিটন মারা যায়।
গুরুতর আহত মো. রনিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।