দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, স্মরণসভা, দোয়া মাহফিল ও পবিত্র কোরআন পাঠ।
হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৪ জুলাই বৃহস্পতিবার। ২০১৯ সালের এই দিনে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানান, এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। এ সময় জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
এ ছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত হবে। একই স্থানে বিকেল ৩টায় স্মরণসভা ও দোয়া মাহফিল হবে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। স্মরণ সভা শেষে বিকেলে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেটে এরশাদ স্মরণে সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন জি এম কাদের। দলের কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সভায় সভাপতিত্ব করবেন। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।