বরগুনার তালতলীতে সাগরে গোসলে নেমে মারা গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা মোস্তফা কাদের ও তার পরিবারের এক সদস্য। জীবিত উদ্ধার করা হয়েছে তার স্ত্রী ও দুই সন্তানকে।
তালতলীর শুভসন্ধ্যা সৈকতে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মোস্তফা এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত।
তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনএসআই বরগুনার উপপরিচালক লুৎফর রহমান নিউজবাংলাকে জানান, ঈদ করতে ঢাকা থেকে মোস্তফার স্ত্রী, দুই ছেলে ও স্ত্রীর বোনের মেয়ে বরগুনায় যায়। তাদের নিয়ে বুধবার সকালে মোস্তফা শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে বেড়াতে যান। সেখানে সবাই মিলে গোসলে নামেন।
তিনি আরও জানান, একপর্যায়ে ঢেউয়ের তোড়ে সবাই সমুদ্রের হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর মোস্তফার স্ত্রী ও ছেলেদের উদ্ধার করে স্থানীয় জেলেরা। পরে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে মোস্তফার স্ত্রীর বোনের মেয়ে জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছু সময় পর পাওয়া যায় মোস্তফার মরদেহ।
প্রত্যক্ষদর্শী জেলে আবদুল আলিম বলেন, ‘এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সৈকতের কাছে পানিতে নামেন। এ সময় ঢেউয়ের আঘাতে বিচ্ছিন্ন হয়ে ছুটে গেলে সবাই ডুবে যান। কেউ সাঁতার কাটতে জানতেন না। তাদেরকে অন্য পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।’