বরিশালে নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সদর উপজেলার কড়ইতলা নদীতে মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয় ওই তরুণ। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ডুবুরি দলের লিডার নজরুল ইসলাম এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
১৮ বছরের সুজন মল্লিক সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা ইসাহাক মল্লিকের ছেলে। রাজধানীর উত্তরায় একটি ফার্মেসিতে সেলসম্যান হিসেবে চাকরি করতেন তিনি।
ফায়ার সার্ভিসের নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন সুজন। তার সন্ধানে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। বুধবার সকালে ফের অভিযান শুরু হয়।
ঘটনাস্থল থেকে অন্তত ৩০ ফুট দূরে কড়ইতলা নদী থেকে মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল।
সুজনের ভাই সবুজ মল্লিক জানান, ঈদের ছুটিতে সুজন বাড়িতে এসেছে। ৫/৬ জন বন্ধু নিয়ে নদীতে গোসল করতে নামে সুজন। তারা সাঁতরে নদীর অপর প্রান্তে চলে যায়। ফেরার সময় মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে ডুবে সুজন নিখোঁজ হয়।