চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বারোআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমির উদ্দিন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘ভোর সোয়া ৬টার দিকে একদল বাইকার বেশ কয়েকটি বাইক নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে রওনা করে। একটি বাইকে ছিলেন আব্দুল মোমেন রোহিত ও তার স্ত্রী আনিকা। পথে তাদের বাইক এক নারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। পড়ে গিয়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।
‘ঘটনাস্থলে প্রাণ হারান ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর আনিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’
দুর্ঘটনায় প্রাণ হারানো আনিকা ও তার স্বামী আব্দুল মোমেন রোহিত। ছবি: সংগৃহীত
আহত আব্দুল মোমেন রোহিত নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাইকারদের মধ্যে মহসীন কামাল নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রামের কাপ্তাইয়ের উদ্দেশে রওনা করেছিলাম। বারৈয়ারহাট দিয়ে না ঢুকে চট্টগ্রাম শহর হয়ে যেতে চেয়েছিলাম। সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল স্টেশনের সামনে সড়ক বিভাজক থেকে এক মানসিক ভারসাম্যহীন নারী সড়কে লাফ দিলে রোহিত ভাইয়ের বাইকের সঙ্গে তার ধাক্কা লাগে।’