বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উচ্চ স্বরে গান বাজিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  •    
  • ১২ জুলাই, ২০২২ ২১:৩০

ধোবাউড়া থানার ওসি বলেন, ‘অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত যুবক পলাতক রয়েছে। তাকে আটক করতে চেষ্টা চলছে।’

ময়মনসিংহের ধোবাউড়ায় উচ্চ স্বরে গান বাজিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. শান্ত নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার রাত ১১টার দিকে থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থীর বাবা। অভিযুক্ত শান্ত উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বন্দর এলাকার মো. খোকন ফকিরের ছেলে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।

মামলার অভিযোগের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে ওই স্কুলছাত্রীকে বিরক্ত করতেন শান্ত। কিন্তু তার সঙ্গে কথা বলত না মেয়েটি। এতে ক্ষিপ্ত ছিল শান্ত।

সোমবার সকাল ১০টার দিকে মেয়েটি শান্তর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় শান্ত জোর করে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। পরে উচ্চ স্বরে সাউন্ডবক্সে গান বাজিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ অবস্থায় নিজেকে ছাড়িয়ে চিৎকার করে মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসলে আশপাশে লোকজন দেখে শান্ত পালিয়ে যায়।

ওসি বলেন, ‘অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত যুবক পলাতক রয়েছে। তাকে আটক করতে চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর