গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মহানগরীর কাশিমপুরের সরুপাইতলি এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবে খোদা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৬০ বছরের আলীমুদ্দিন ওই এলাকার দিদার আলীর ছেলে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আজগর আলী।
পরিবারের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে আলীমুদ্দিন ও দিদারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঈদের পর জমিজমা ভাগাভাগি হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে ছোট ভাই আজগর বড় ভাই আলীমুদ্দিনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আজগর আলী পলাতক।’
এ ঘটনায় লিখিত অভিযোগের পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।