বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাসের সংঘর্ষে আহত ১৩

  •    
  • ১২ জুলাই, ২০২২ ১৮:২৯

দুর্ঘটনার পর ফরিদপুর বাইপাসের শুরু রাজবাড়ী রাস্তার মোড় এবং শেষ মুন্সিবাজার এলাকায় পুলিশ বেরিকেড দিয়ে বন্ধ করে দেয়।

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে আসা খুলনাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে আসা যশোরগামী মামুন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই সড়কের ওপর দুমড়ে মুচড়ে যায়। এ সময় দুই বাসের ১৩ যাত্রী আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ফরিদপুর বাইপাসের শুরু রাজবাড়ী রাস্তার মোড় এবং শেষ মুন্সিবাজার এলাকায় পুলিশ বেরিকেড দিয়ে বাইপাস সড়কটি বন্ধ করে দেয়। ওই পথে যাতায়তকারী যানবাহনগুলি তখন ফরিদপুর শহর হয়ে ভাঙ্গা রাস্তার মোড় দিয়ে চলাচল করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার এসআই মজিবর রহমান জানান, রেকার দিয়ে বাইপাসের ওপর পড়ে থাকা দুটি বাস সরিয়ে নেয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে আড়াই ঘণ্টা বন্ধ রাখার পর বাইপাস সড়কটি খুলে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর