রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ৪৪ বছর বয়সী ব্যক্তির নাম সাইফুল ইসলাম জুয়েল।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়। চিকিৎসক দুপুর তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া
সাইফুলের ছোট ভাই সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার ভাই মিরপুরে থাকেন। আমি গ্রামের বাড়িতে থাকি। আমার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বাড়ি থেকে গরুর মাংস নিয়ে শ্বশুর বাড়িতে সকালে আসি। পরে ভাইকে মুঠোফোনে পোস্তগোলা ব্রিজে আসতে বলি মাংস নিয়ে যেতে।’
‘পোস্তগোলা ব্রিজের ঢালে নেমে ভাইকে দেখলাম বিপরীত পাশে দাঁড়ানো। এক মুহূর্তে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। কাছে এসে শুনি লোকজন বলছে গ্রীন লাইন বাসে তাকে চাপা দেয়। পরে চালক বাস নিয়ে পালিয়ে যায়। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সাইফুল ঠিকাদারি ব্যবসা করতেন। তার দুই মেয়ে রয়েছে বলে জানান সাজ্জাদ।
ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানায় জানানো হয়েছে।’