হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আজমিরীগঞ্জের শিবপাশা বাজারে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে শিবপাশা বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ডের জন্য দখল করা জায়গায় একটি ঘর নির্মাণ শুরু করেন বন্দেরহাটি গ্রামের মনির হোসেন। এতে বাধা দেন অটোরিকশা মালিক-শ্রমিক নেতারা। এ নিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বানিয়াচং ও হবিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
ওসি মাসুক আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।