নওগাঁর পত্নীতলায় সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার মাতাজী সড়কের ঘোষনগর এলাকার সড়কের পাশ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২০ বছরের ওই যুবকের নাম মেহেদী হাসান। তিনি উপজেলার ঘোষনগর দিঘির পাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে ঘোষনগর এলাকায় সড়কের পাশে মেহেদী হাসানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘তার পায়ের নিচে জখম এবং শরীরের বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।’
এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।