বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে কী দারুণ সব আয়োজন

  •    
  • ১১ জুলাই, ২০২২ ২২:৫২

প্রথমেই হয় ৭ বছরের কম বয়সী ছেলে শিশুদের মোরগ লড়াই খেলা। এরপর হয় ৭ থেকে ১০ বছরের মেয়ে শিশুদের দড়ি খেলা। একই সঙ্গে নানা বয়সীদের নিয়ে পুকুরে হাঁস ধরা, ধীর গতিতে মোটরসাইকেল খেলাসহ নানা আয়োজন। ছিল চোখ বেঁধে মাটির কলস ফাটানো, যেমন খুশি তেমন সাজো, চোখ বেঁধে হাঁস ধরা।

দলবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগে নওগাঁর রানীনগর উপজেলার গুয়াতা গ্রামে প্রতিবছর থাকে বিশেষ আয়োজন।

ঈদের পরদিন নানা গ্রামীণ খেলার আয়োজন হয়ে থাকে গ্রামটির স্কুলের খেলার মাঠে।

করোনার কারণে বিগত কয়েকবছর ভাটা পরলেও এবার নতুন উদ্যমে শুরু হয়েছে সেই আয়োজন।

ঈদের পরদিন সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় নানা খেলা। প্রথমেই হয় ৭ বছরের কম বয়সী ছেলে শিশুদের মোরগ লড়াই খেলা। এরপর হয় ৭ থেকে ১০ বছরের মেয়ে শিশুদের দড়ি খেলা।

এরপরই কয়েক পর্বে হয় দেশের জাতীয় খেলা হাডুডু, অংশ নেন গ্রামের যুবকরা।একই সঙ্গে নানা বয়সীদের নিয়ে পুকুরে হাঁস ধরা, ধীর গতিতে মোটরসাইকেল চালানো সহ নানা আয়োজন।

অন্যদিকে আলাদাভাবে বিবাহিত ও অবিবাহিত মেয়েদের বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ার খেলা, সুই সুতা, মুখে চামুচের ওপর মার্বেল নিয়ে ভারসাম্য দৌড়সহ এমন নানারকম পর্ব ছিল মেয়েদের।ছিল চোখ বেঁধে মাটির কলস ফাটানো, যেমন খুশি তেমন সাজো, চোখ বেঁধে হাঁস ধরা। দিনভর এমন নানা আয়োজনে মুখর ছিল গ্রামের স্কুলমাঠ।এই আয়েজনে গ্রাম জুড়ে প্রায় তিন হাজার ফ্রি র‍্যাফেল ড্র বিতরণ করা হয়। সেখানে থেকে ৩৪ জনকে পুরস্কৃত করা হয়। এর প্রথম পুরস্কার ছিল একটি বড় খাসি। এ ছাড়া নানারকম খেলার প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হয়।

গ্রামবাসীর সহযোগিতায় এই খেলার আয়োজন করেন এলাকার (একডালা ইউনিয়ন) সাবেক চেয়ারম্যান ও গুয়াতা গ্রামটির বাসিন্দা মোশাররফ হোসেন।

আয়োজন নিয়ে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার অনেক আগে থেকেই গ্রামে ফুটবল খেলাসহ নানা সাংস্কৃতিক আয়োজন করার চেষ্টা করতাম। সেই উদ্যোগে গ্রামের ছোট বড় সবার সার্বিক সহযোগিতা থাকে। মূলত তাদেরই এই আয়োজন, তাদের উদ্যোগেই সব সফল হয়। আর তাতে গ্রামবাসীর মুখে যে হাসি ফোটে, যে আনন্দে মাতে- এটাই শান্তি। এবার একটু বড় আয়োজন ছিল, সবাই খেলা পরিচালনায় সহযোগিতা করেছে।'

রাত ৮টার দিকে নানা খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।

এ বিভাগের আরো খবর