বাড়ির সামনের সড়কে পাতা ঝাড়ু দিচ্ছিলেন গৃহবধূ আনোয়ারা বেগম। এ সময় তার শরীরের ওপর দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল তুলে দিলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সোমবার বেলা ৩টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চর জ্ঞানদিয়া এলাকায় শোভারামপুর-ঈশান গোপালপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫০ বছর বয়সী আনোয়ারা বেগম ওই এলাকার শফিকুল মোল্লার স্ত্রী। তার দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অম্বিকাপুর ইউনিয়নের ইউপি সদস্য আতিয়ার রহমান টুটুল জানান, মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন আনোয়ারা। শুরুতে আশপাশের মানুষ তার আঘাতের মাত্রা বুঝতে না পারলেও পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু হয় আনোয়ারার। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসী মোটরসাইকেলের আরোহী তিনজনকে প্রথমে আটক করলেও পরে মোটরসাইকেলটি জব্দ করে ছেড়ে দেয়।