কুমিল্লায় গ্রাম থেকে কোরবানির মাংস নিয়ে বাসায় ফেরার পথে বাসচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের ৩৮ বছর বয়সী মাকছাছুর রহমান ওরফে মাসুদ রানা এবং তার সাত বছর বয়সী ভাতিজা ফাহাদ হোসেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবীপুর গ্রাম থেকে কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলে কুমিল্লা শহরের বাসায় ফেরার সময় একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়।
ময়নামতী হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আমরা এ ঘটনার ভিডিও সংগ্রহের চেষ্টা করছি।’