চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
পৌরসভার আরামবাগ এলাকায় ফারুকের হোটেলের সামনে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী নিহত নয়ন আলীর বাড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর কলোনিপাড়ায়। তিনি রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার দিকে কয়েকজন নয়নের ওপর হামলা চালায়। তারা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
নয়নকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এই হত্যা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’