বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্ভোগ-ভোগান্তিতে মানুষের কোনো আনন্দ নেই: ফখরুল

  •    
  • ১০ জুলাই, ২০২২ ১৭:০৬

‘এই সরকার বলতে আমরা যেটা মনে করি যে কোনো সুশাসন নেই, কোনো গর্ভনেন্স নেই। শুধুমাত্র একটা দিকে তাদের লক্ষ্য, দুর্নীতি করা এবং প্রকৃতপক্ষে দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে।’

ঈদযাত্রায় দুর্ভোগ আর ভোগান্তি সয়ে বাড়ি ফেরা মানুষের কোনো ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লোডশেডিংয়ের জন্যও সরকারের দুর্নীতিকে দায়ী করেছেন দলটির এই নেতা।

ঢাকা চন্দ্রিমা উদ্যানে ঈদের দিন রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘যাতায়াত-যোগাযোগব্যবস্থা বিশেষ করে ট্রেনের কথা আপনি বলছেন- এগুলোর কোনো অথরিটি আছে, কোনো কর্তৃত্ব আছে- সেটাই মনে হয় না। রাস্তাঘাটে আপনারা দেখেছেন প্রতিদিন কীভাবে দুর্ঘটনা ঘটছে।’

রেলের সময়সূচি বিপর্যয় নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আসলে মূল কথাটা হচ্ছে যে এই সরকারের কোথাও কোনো কর্তৃত্ব নেই। মানুষের এই যে দুর্ভোগ-ভোগান্তি, তাদের কোনো আনন্দ নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার বলতে আমরা যেটা মনে করি যে কোনো সুশাসন নেই, কোনো গভর্নেন্স নেই। শুধু একটা দিকে তাদের লক্ষ্য, দুর্নীতি করা এবং প্রকৃতপক্ষে দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস, কয়লার দাম বেড়ে যাওয়া ও সরবরাহ সংকটে সরকার লোডশেডিং দিতে বাধ্য হওয়ার কথা জানালেও, বিএনপির এই নেতা মনে করেন এর পেছনেও রয়েছে সরকারের দুর্নীতি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিদ্যুতের অবস্থা আপনারা দেখেছেন যে বিদ্যুৎ নিয়ে এত বড়াই করেছেন সেই বিদ্যুতে আজকে লোডশেডিং করতে হচ্ছে তিন-চার ঘণ্টা করে। এর মূল কারণ হচ্ছে দুর্নীতি। কারণ, পাওয়ার প্ল্যান্ট যেগুলো নিয়ে আসা হয়েছে, এটা সম্পূর্ণভাবে অতিরিক্ত অর্থ দিয়ে আনা হয়েছে।

‘এসব প্রকল্প স্থাপনে কোনো আন্তর্জাতিক টেন্ডার পর্যন্ত হয়নি এবং এমন আইন করা হয়েছে যে এখানে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে কোনো রকমের মামলা করা যাবে না। অর্থাৎ ইনডেমনিটি দেয়া হয়েছে। কোনো সভ্য দেশে কোনো প্রকিউরমেন্টের ক্ষেত্রে এটা কোনোভাবেই হতে পারে না।’

সরকারের কোনো পরিকল্পনাই নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের কথা বলছে, আজকে এলএনজি নেয়ার জন্য এই সরকার গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করেনি। তারা পুরোপুরিভাবে বিদেশে থেকে এলএনজি আমদানি করে। ১/২টি কোম্পানিকে সহযোগিতা করার জন্য তারা এই সমস্ত দুর্নীতি করছে। প্রকৃতপক্ষে এই সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটা লুটেরা দলে পরিণত হয়েছে।’

দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করা আর জনগণকে বিভ্রান্ত করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারের উন্নয়নের যে মিথ, যে ধোঁয়া তারা তোলেন- এতে তাদের দুটি লক্ষ্য আছে। একটি হচ্ছে দুর্নীতির মাধ্যমে তাদের পকেট ভারী করা এবং আরেকটি হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা যে তারা উন্নয়ন করছে।’

এ বিভাগের আরো খবর