‘দেশের সীমারেখায় সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বের খাতিরে ঈদের দিন পরিবার পরিজন থেকে দূরে আছেন অনেক সেনাসদস্য। উৎসবের দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি তাদের কাজে উৎসাহ জোগাবে।’ঈদের দিন পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
হেলিকপ্টারে করে রোববার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন সদরে আসেন সেনাপ্রধান। তিনি পৌঁছানোর পর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তাকে অভ্যর্থনা জানান। পরে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, জোন সদর পরিদর্শন, বৃক্ষরোপণ ও পরিদর্শন বইয়ে সই করেন তিনি। এ ছাড়া খাগড়াছড়ির দীঘিনালা জোন এবং রাঙ্গামাটির দুর্গম পাংখোয়া পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান।
পরিদর্শনকালে সামরিক সচিব মেজর জেনারেল খালেদ মামুনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।