ভোলা সদরে প্রতিবেশী দম্পতির দ্বন্দ্ব থামাতে গিয়ে বঁটির আঘাতে যুবক নিহত হয়েছেন।
সদর উপজেলার আলীনগর এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে।
২০ বছর বয়সী নিহত মো. নাহিদ কাঠমিস্ত্রি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে মো. রাইহান ও তার স্ত্রী তামান্নার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। তামান্না দৌড়ে প্রতিবেশী নাহিদের বাসার সামনে যান। নাহিদ তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন।
সে সময় রাইহান তার হাতে থাকা বঁটি দিয়ে নাহিদের ঘাড়ে কোপ দেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা নাহিদকে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর পুলিশ রাইহানকে আটক করে। তামান্নাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
ফরহাদ সর্দার জানান, রাইহানের নামে ভোলা সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।